বাউফলে আ’লীগ নেতার অবৈধ মার্কেট উচ্ছেদ

বাউফলে আ’লীগ নেতার অবৈধ মার্কেট উচ্ছেদ
মোঃদেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় কোটি টাকা মূল্যের জমি দখল করে নির্মিত মার্কেট গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ¯েœমং রাখাইনের নেতৃত্বে একটি টিম বুলডোজার দিয়ে ওই মার্কেট গুড়িয়ে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ক্ষমতার প্রভাব খাঁটিয়ে বগা উপস্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করেন।ওই স্থাপনায় ৮/১০টি দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি। সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও তিনি কর্ণপাত করেননি। বরং দলীয় প্রভাব খাঁটিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অবৈধ মার্কেট থেকে ভাড়া আদায় করে আসছেন। অবশ্য অবৈধ দখলে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রের জমি নিজের দাবী করেন আওয়ামীলীগ নেতা আবদুল মোতালেব হাওলাদার। শুক্রবার উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ও পুলিশ কর্মকর্তাসহ অসংখ্য পুলিশ উপস্থিত ছিলেন । সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন সাংবাদিকদের জানান, বগা উপ- স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ জমি আজ দখল মুক্ত করা হয়েছে। এব্যাপারে আব্দুল মোতালেব হাওলাদার বলেন,মঙ্গল মৃধার ছেলে আনিচুর রহমানের কাছ থেকে ২৮.৭০শতাশ জায়গা কিনে সেখানে মার্কেট করে ভাড়া দেওয়া হয়েছে । স্থাপনা সরিয়ে নেওযার জন্য নোটিশ পাওয়ার পর মহামান্য হাইকোটে একটি রিট করা হয়েছে । সেই রিট করার কাগজ দেখানোর পরও প্রশাসন বেআইনি ভাবে আমার মার্কেট ভেঙ্গেছে । এ নিয়ে শনিবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন ।